IQNA

‘অভ্যন্তরীণ’ বিষয়ে হস্তক্ষেপের নিন্দা মিয়ানমার জান্তার

0:01 - January 05, 2023
সংবাদ: 3473118
তেহরান (ইকনা): মিয়ানমারের ‘অভ্যন্তরীণ’ বিষয়ে হস্তক্ষেপ করা দেশ ও সংগঠনগুলোর কড়া সমালোচনা করেছেন দেশটির সামরিক জান্তাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং। একই সঙ্গে মিয়ানমারকে সমর্থন করায় কয়েকটি দেশের প্রশংসা করেন তিনি। বুধবার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এমআরটিভি এ কথা জানায়।
দেশের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার দেওয়া এক ভাষণে জেনারেল মিন অং হ্লাইং বলেন, ‘সব ধরনের চাপ, সমালোচনা ও আক্রমণ সত্ত্বেও আন্তর্জাতিক সম্প্রদায়ের ও আঞ্চলিক পর্যায়ের যেসব দেশ, সংগঠন ও ব্যক্তি আমাদের ইতিবাচকভাবে সহযোগিতা করেছে তাদের ধন্যবাদ দিতে চাই।
 
রাজধানী নেপিডোতে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে দেওয়া ভাষণে জান্তাপ্রধান বলেন, ‘চীন, ভারত, থাইল্যান্ড, লাওস ও বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করছি। সীমান্তে স্থিতিশীলতা ও উন্নতি বজায় রাখতে আমরা একসঙ্গে কাজ করব। ’
 
অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি উত্খাত করে ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী। আটক করা হয় সু চি ও তাঁর রাজনৈতিক সহযোগীদের। এরপর দেশটি থেকে মুখ ফিরিয়ে নেয় আন্তর্জাতিক সম্প্রদায়ের একাংশ। এক পর্যায়ে পশ্চিমাদের নিষেধাজ্ঞার কবলে পড়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি।
 
আন্তর্জাতিক চাপকে বিভিন্ন দেশ ও সংগঠন থেকে আসা বাধা হিসেবে আখ্যা দিয়েছেন জান্তাপ্রধান। এর কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘তারা মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায়। ’
 
সু চির সরকারকে উত্খাতের পর থেকে মিয়ানমারে অস্থিরতা শুরু হয়। গণতন্ত্রপন্থীরা আন্দোলন শুরু করলে তাদের ওপর দমন-নিপীড়ন চালানো হয়। পুলিশ-সেনার হাতে শত শত লোকের মৃত্যু হয়েছে বলে মনে করা হয়।
 
ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার মতো কয়েকটি দেশ মিয়ানমারের সামরিক বাহিনী এবং তাদের সহায়তা করা ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।
 
সূত্র : এনডিটিভি
captcha