IQNA

কুরআন হেফজ করলেন ইংল্যান্ডের ৭ বছরের শিশু

23:08 - December 04, 2018
সংবাদ: 2607443
আন্তর্জাতিক ডেস্ক: ইংল্যান্ডের ৭ বছরের শিশু সম্পূর্ণ কুরআন হেফজ করতে সক্ষম হয়েছেন।

কুরআন হেফজ করলেন ইংল্যান্ডের ৭ বছরের শিশুবার্তা সংস্থা ইকনা: ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় লুটেন শহরের নিবাসী "ইউসুফ আসলাম" সম্পূর্ণ কুরআন হেফজ করতে সক্ষম হয়েছেন।
ইউসুফ আসলামের মা বলেন: এটা আমার নিকটে এক স্বপ্নের মতো। কখনোই কল্পনা করতে পারেনি যে, ইউসুফ এই বয়সে সম্পূর্ণ কুরআন হেফজ করতে সক্ষম হবে। এই পথকে অতিক্রম করার জন্য মহান আল্লাহ আমাদেরকে তার অসীম রহমতের অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহ বলেছেন: "যদি তোমরা চেষ্টা কর, তাহলে আমি তোমাদের কাজগুলো সহজ করবো।"
ইউসুফ আসলামের বড় বোন "মারিয়া" দুই বছর বয়সে সম্পূর্ণ কুরআন হেফজ করেছেন। তিনিও ৭ বছর বয়সে সম্পূর্ণ কুরআন হেফজ করেছেন। ইউসুফের কুরআন হেফজ করার ক্ষেত্রে মারিয়া সাহায্য করেছেন।
যেসকল মায়েরা তাদের সন্তানদের কুরআন শিক্ষায় আলোকিত করতে চান, তাদের উদ্দেশ্য করে ইউসুফের মা ফেইসবুকে তার নিজস্ব পেজে লিখেছেন: প্রত্যেক পিতা-মাতার উচিত কুরআন তিলাওয়াতের জন্য ভালোভাবে তাজবিদ জেনে রাখা। যাতে করে তারা তাদের সন্তানদের কুরআন শিক্ষা প্রদানের জন্য সাহায্য করতে পারে।
আপনি যখন আপনাদের সন্তানের শিক্ষা দেয়ার জন্য নিজেরাই চেষ্টা করবেন, অবশ্যই তখন ইতিবাচক ফলাফলগুলি পরিলক্ষিত করবেন।
iqna

 

captcha