IQNA

সর্বোচ্চ নেতার উপস্থিতিতে;

মহররম মাসের নবম রাতের শোকানুষ্ঠান

2:51 - August 18, 2021
সংবাদ: 3470520
তেহরান (ইকনা): ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেনী (রহ.) নামক হুসাইনিয়াতে সর্বোচ্চ নেতার উপস্থিতিতে পবিত্র মহররম মাসের নবম রাতের শোকানুষ্ঠান পালিত হয়েছে।
পবিত্র মহররম মাস তথা ইমাম হুসাইন (আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনায়ীর উপস্থিতিতে উক্ত শোকানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। 
 
নবম রাতের শোকানুষ্ঠানে কারবালার মুসিবতের আলোকে বক্তৃতা পেশ করেছেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সায়িদী। তিনি তার বক্তৃতায় ইমাম হুসাইন (আ.)এর সেনাপতি হযরত আবুল ফাজল আল-আব্বাস (আ.)এর সাহসিকতা, ইমামের সাথে সম্পর্ক বজায় রাখা, সত্যের প্রতি অটুট থাকা এবং মিথ্যার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতি ইঙ্গিত করে বলেন: মহান আল্লাহর নিকট থেকে নবীগণ এবং তাদের অনুসারিগণ গ্রহণ করেছেন তা হল সত্যের প্রতি অটুট থাকা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। যা কারবালায় ইমাম হুসাইন (আ.) এবং তার সাথীরা স্পষ্টভাবে দেখিয়ে গিয়েছেন।
 
এছাড়াও এই অনুষ্ঠানে জনাব মুহাম্মাদ রেজা তাহেরী আহলে বাইতের মুসিবতের স্মরণে মর্সিয়া ও নওহা পরিবেশন করেন।  iqna
 
captcha