IQNA

শাবান মাসের আগমনে হযরত আব্বাস (আ.)এর পবিত্র মাজার ফুলে সুসজ্জিত + ছবি

18:06 - March 16, 2021
সংবাদ: 2612467
তেহরান (ইকনা): পবিত্র শাবান মাসের আগমনের সাথে সাথে ইরাকের পবিত্র নগরী কারবালায় অবস্থিত হযরত আব্বাস (আ.)এর পবিত্র মাজার তাজা ফুল দিয়ে সজ্জিত করা হয়েছে।
এই পবিত্র মাসের ৩ তারিখে হযরত মুহাম্মাদ (সা.)এর প্রাণপ্রিয় দৌহিত্র এবং জান্নাতের যুবকদের নেতা ইমাম হুসাইন (আ.) জন্ম গ্রহণ করেন। এছাড়াও এই মাসের ৪ তারিখে তাঁর ভাই হযরত আব্বাস (আ.)-এরও পবিত্র জন্মবার্ষিকী। এই বরকতময় 
মাসে ইমাম হুসাইন (আ.)এর সন্তান হযরত ইমাম জয়নুল আবেদীন (আ.)ও জন্মগ্রহণ করেন। ১১ই শাবানে ইমাম হুসাইন (আ.)এর আরেক সন্তান হযরত আলী আকবারে জন্মবার্ষিকী।  ১৫ই শাবানে বিশ্বের ত্রাণকর্তা হযরত সাহেবে আল-আমর এবং সাহেব আজ-জামানের (আ.) পবিত্র জন্মবার্ষিকী।  
 
এ উপলক্ষে হযরত আব্বাস (আ.)-এর মাজার প্রাকৃতিক ফুল দিয়ে সজ্জিত করা হয়েছে এবং মাজারের উপরে রাখা সমস্ত ফুল একগুচ্ছ ফুলের মালা আকারে পুষ্পস্তবক আকারে স্থাপন করা হয়েছে।
 
লিলি, অন্টারিও, ক্রিসান্থেমাম, অর্কিড এবং গোলাপের ৫ হাজারের অধিক ফুল দিয়ে হযরত আব্বাস (আ.)এর রওজা মোবারক সাজানো হয়েছে। iqna
 
 
captcha