IQNA

উইঘুর মুসলমানদের নির্যাতন, চীনের ১১টি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা

0:07 - July 22, 2020
সংবাদ: 2611183
তেহরান (ইকনা): মার্কিন যুক্তরাষ্ট্র চীনের ১১টি কোম্পানির ওপর নিষে'ধা'জ্ঞা আরোপ করেছে। উইঘুর মুসলমান সম্প্রদায়ের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অ'ভিযোগে ওই প্রতিষ্ঠানগুলোকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। সোমবার( ২০ জুলাই) যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

জোরপূর্বক শ্রমদানে বাধ্য করায় চ্যাংজি এসকুয়েল টেক্সটাইল, হেফেই বিটল্যান্ড ইনফরফেশন টেকনোলজি, হেফেই মেইলিং, হেতিয়ান হাওলিন হেয়ার অ্যাক্সেসোরিজ, হেতিয়ান তাইদা অ্যাপারেল, কেটিকে গ্রুপ, নানজিং সিনার্জি টেক্সটাইলস, ন্যানচ্যাং ও-ফিল্ম টেক এবং তানিউয়ান টেকনোলজির ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

বহুদিন ধরেই বেইজিং উইঘুর সম্প্রদায়ের ওপর নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘন করছে বলে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা দেশ এবং মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করে আসছে। এর আগে চীনের চার কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র।
সূত্র: mtnews24

captcha