IQNA

আযারবাইজানে শিয়া আলেমের কারাদণ্ড

4:28 - July 04, 2017
সংবাদ: 2603369
আন্তর্জাতিক ডেস্ক: আজারবাইজানের ‘মাসালি’ অঞ্চলের একটি আদালত প্রখ্যাত শিয়া আলেম ‘সরদার হাজ হাসান আলী’কে ৩ বছর কারাদণ্ডে দণ্ডিত করেছে।
maide.az ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: আজারবাইজের প্রখ্যাত আলেম ‘শাইখ সরদার হাজ হাসান আলী’র শুনানী গতকাল (সোমবার, ৩ জুলাই) দেশের মাসালি অঞ্চলের আদালতে অনুষ্ঠিত হয়েছে।
ঐ আদালতের বিচারক ‘আনার আল-মুরাদ আলী’ উদ্ভট অভিযোগে শিয়া এ আলেমকে ৩ বছর কারাদণ্ড প্রদান করেছেন।
প্রসঙ্গত, শত শত মুসল্লির অংশগ্রহণে জুমআর নামায আয়োজনের অভিযোগ তুলে মাসালি’র রাজ্য সরকারের করা মামলার ভিত্তিতে সরদার হুসাইন আলীকে গত ২২শে ফেব্রুয়ারি ২০১৭ আটক করা হয়।#3614996


captcha