IQNA

খ্রিস্টানদের সমর্থনে নিউ জার্সির মসজিদ নির্মাণ

23:53 - January 06, 2017
সংবাদ: 2602310
আন্তর্জাতিক ডেস্ক: নিউ জার্সিতে ৪ হাজার মিটার এলাকায় একটি মসজিদ নির্মাণের পরিকল্পনা ২০১৫ সালে প্রত্যাখ্যাত হয়েছিল। তবে খ্রিস্টানদের সমর্থনে আদালত থেকে মসজিদটির নির্মাণের জন্য অনুমোদন গ্রহণ করা হয়েছে।
খ্রিস্টানদের সমর্থনে নিউ জার্সির মসজিদ নির্মাণ
বার্তা সংস্থা ইকনা: নিউ জার্সির মুসলমানদের দীর্ঘ দিন ধরে মসজিদটি নির্মাণের অনুমোদনের জন্য চেষ্টা করছিল। অবশেষ খ্রিস্টানদের সহায়তায় মসজিদ নির্মাণের অনুমোদন সংগ্রহ করা সম্ভব হয়েছে।
ব্রের্নাদেজ শহরে মসজিদটি নির্মাণের জন্য ফাইলটির বিচারক মাইকেল শীপ সম্মতি প্রদান করেছেন। এতদিন মুসলমানদের বিরুদ্ধে অযৌক্তিক ধর্মীয় বৈষম্যের কারণে মসজিদটি নির্মাণের অনুমোদন দেয়া হয়নি। তবে অনুমোদনের দেয়ার ফলে নিউ জার্সিতে ধর্মীয় বৈষম্য দুর করেছে।
মসজিদটির অনুমোদন না পাওয়া পর্যন্ত ব্রের্নাদেজ শহরের খ্রিস্টানরা মুসলমানদের সাহায্য করে গিয়েছে এবং তাদের স্বাধীনতার অধিকার রক্ষা করেছে।
খ্রিস্টানরা আদালতে চিঠি পাঠিয়ে জানিয়েছে, কিছু প্রতিবাদকারীর জন্য মুসলমানদের অধিকার এবং মসজিদ থেকে বঞ্চিত করা ঠিক নয়। খ্রিস্টান ধর্মের অর্থ হচ্ছে সকলের স্বাধীনতা রক্ষা করা।
iqna



captcha