IQNA

ট্রাম্প নির্বাচিত হওয়ায় মার্কিন মুসলমানদের টুইটারে প্রতিক্রিয়া

1:16 - November 10, 2016
সংবাদ: 2601917
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ায় সে দেশের মুসলমানরা উদ্বেগ প্রকাশ করেছেন।
ট্রাম্প নির্বাচিত হওয়ায় মার্কিন মুসলমানদের টুইটারে প্রতিক্রিয়া
বার্তা সংস্থা ইকনা: ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার কারণে মার্কিন মুসলমানরা সামাজিক নেটওয়ার্ক টুইটারে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, "আমরা ট্রাম্পের প্রতি কোন আস্থা রাখতে পারছি না।"

মুসলমানরা বলেন: ট্রাম্প নির্বাচনের পূর্বেও বার বার বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে মুসলমানদেরকে সে দেশে প্রবেশ করতে দিবেন না। এর পরও এমন ব্যক্তি নির্বাচনে জয়ী হওয়াটা খুবই দু:খ জনক।

মোখতার নামে এক ব্যক্তি তার টুইটারে লিখেছে, সোমালিয়ার নিগ্রো মুসলমানরা এখন খুবই চিন্তিত। তারা জানে না যে ট্রাম্প তাদের সাথে কেমন আচরণ করবে।

রাউন নামে আরেক মুসলমান তার টুইটারে লিখেছেন, আমি মুসলিম পরিবারগুলো নিয়ে চিন্তিত। কেননা আমার ভাইয়ের গায়ের রং কালো আর আমার বোন হিজাব পরে।

অনেকে আবার বলেন, ট্রাম্প নির্বাচিত হওয়ার কারণে আমাদেরকে চার বছর ধরে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকতে হবে।

তারা বলছেন: যাই হোক আমাদেরকে ভেঙ্গে পড়লে চলবে না এবং নিজেদের অধিকার আদায়ের জন্য সর্বদা দৃঢ়তার সাথে লড়াই করে যেতে হবে।

টুইটার ব্যবহারকারী সিদ্দিকী তার ব্যক্তিগত পেজে লিখেছেন: এপর্যন্ত যেসকল ঠাট্টা করা হয়েছে সেগুলোকে এখন বাদ দিতে হবে এবং আমাদের ভয় পেলে চলবে না। আমাদেরকে সকল অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে

iqna


captcha