IQNA

দেশে দেশে ‘আল-কুদস সপ্তাহ’ উদযাপন

0:44 - February 12, 2024
সংবাদ: 3475093
ইকনা: বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক আল-কুদস সপ্তাহ উদযাপিত হয়েছে। গাজায় ১২৮ দিন ধরে চলমান গণহত্যার মধ্যে সপ্তাহব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়। বিভিন্ন দেশে জাতীয় পর্যায়ে আলোচনাসভা ছাড়াও একটি ভার্চুয়ালি আলোচনা অনুষ্ঠান হয়। এতে বিভিন্ন দেশের ধর্মীয়, রাজনৈতিক ব্যক্তি ও গবেষকরা অংশ নেন।
তা ছাড়া গাজাবাসীর সহায়তায় আর্থিক অনুদান সংগ্রহ করা হয়।
আলোচনাসভায় অংশ নেন প্যালেস্টাইন স্কলার্স অ্যাসোসিয়েশনের (পিএসএ) সভাপতি নাওয়াফ আল-তাকরিরি, পাকিস্তানের মুফতি শায়খ ড. মুহাম্মদ তাকি উসমানি, কাতারের ড. মুহাম্মদ আল-সগির, ইয়েমেনের ড. আবদুল মাজিদ আল-জানজাদি ও শায়খ মুহাম্মদ আবদুল্লাহ, কুয়েতের ড. তারিক আল-সুওয়াইদান, তুরস্কের গবেষক ড. ইহসান শান উজাক, আলজেরিয়ার শায়খ আবদুল্লাহ জাবুল্লাহ, লেবাননের শায়খ মুনির রুকিয়াহ, গাজার ড. মুরসি সালমান, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মুনির আল-বারাশ প্রমুখ।
 
গত ২ ফেব্রুয়ারি সপ্তাহব্যাপী উদযাপনের অংশ হিসেবে তুফানুল আতা উৎসব শুরু হয়। বাংলাদেশ, তুরস্ক, কাতার, মালয়েশিয়া, আলজেরিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মরিশাসসহ বিভিন্ন দেশে তা পালিত হয়।
 
এই আয়োজনের সমাপনী অনুষ্ঠানে এক লাখ ২৭ হাজার মার্কিন ডলার অনুদান তহবিল সংগ্রহ করা হয়। তা ছাড়া তুরস্কের ব্যবসায়ীদের পক্ষ থেকে শায়খ ইহসান শান দেড় মিলিয়ন ডলার দেওয়ার আশ্বাস দেন।
আল-কুদস সপ্তাহ একটি বৈশ্বিক উদ্যোগ। প্যালেস্টাইন স্কলার্স অ্যাসোসিয়েশনের (পিএসএ) উদ্যোগে প্রতিবছরের রজব মাসের শেষ সপ্তাহে নানা আয়োজনের মধ্য দিয়ে তা পালিত হয়।
 
এর মাধ্যমে সালাহুদ্দিন আইউবি কর্তৃক ক্রুসেডারদের হাত থেকে ইসরা-মেরাজ স্মৃতিধন্য পবিত্র মসজিদুল আকসার বিজয়কে স্মরণ করা হয়। জেরুজালেম ও ফিলিস্তিন ইস্যুতে মুসলিম উম্মাহর মধ্যে সচেতনতা তৈরি করাই উদ্যোগটি উদযাপনের প্রধান লক্ষ্য।
 
 
সূত্র : আলজাজিরা
captcha