IQNA

গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ইউরোপের শহরে বিক্ষোভ

1:43 - January 01, 2024
সংবাদ: 3474857
 ইকনা: গাজায় ইসরায়েলের চলমান হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে মুসলিম বিশ্বের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ ও সমাবেশ অব্যাহত রয়েছে। 
গত বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) নিউ ইয়র্ক সিটি, লন্ডন, বার্লিনসহ ইউরোপের রাজধানী শহরগুলোতে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে গাজায় ইসরায়েলের হামলা বন্ধসহ স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা ও সেখানকার অধিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় হাজার হাজার সমর্থক অংশ নেয়। আলজাজিরা জানিয়েছে, গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে নিউ ইয়র্ক সিটির ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভবনের সামনে বিক্ষোভ হয়।
 
এতে বেশ কিছু সময় বিশ্ব বাণিজ্য ভবনের ফটক বন্ধ থাকে। এ সময় বিক্ষোভকারীরা ‘ফ্লাড নিউ ইয়র্ক সিটি ফর ফিলিস্তিন’, ‘ফ্রম গাজা টু জেনিন’, ‘রেভল্যুশন আনটিল ভিক্টরি’সহ বিভিন্ন শিরোনামসংবলিত ব্যানার নিয়ে মিছিলে অংশ নেন। তাঁরা ইসরায়েলের এ যুদ্ধকে ‘গণহত্যা’ আখ্যায়িত করে গাজাবাসীর ওপর থেকে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানান। তা ছাড়া গাজায় মারা যাওয়া শিশুদের প্রতীকী জানাজার আয়োজন করা হয়।
 
এদিকে একই জার্মানির রাজধানী বার্লিনে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানাতে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ফিলিস্তিনের পতাকা হাতে বিক্ষোভকারীরা ‘ফিলিস্তিনের জন্য স্বাধীনতা’, ‘একমাত্র সমাধান দখলদারির অবসান’ বলে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় তাদের ব্যানারে ‘যুদ্ধ বন্ধ করুন’, ‘গাজায় প্রতি ১০ মিনিটে একটি শিশু নিহত হয়’, ‘গণহত্যা বন্ধ করুন’ এবং ‘অবিলম্বে যুদ্ধবিরতি’ লেখা দেখা যায়। গত ৭ অক্টোবর থেকে হামাসের হামলার জেরে গাজা উপত্যকায় হত্যাকাণ্ড চালাচ্ছে ইসরায়েল।
এ যুদ্ধে এখন পর্যন্ত ২১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়; যার মধ্যে অর্ধেকের বেশি শিশু ও নারী রয়েছে। গত ২৯ ডিসেম্বর গাজায় গণহত্যার অপরাধে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা।
সূত্র : আনাদোলু এজেন্সি
captcha