IQNA

তেহরানের জুমার খোতবা:

ইউক্রেন যুদ্ধ হক এবং বাতিলের নয় বরং স্বার্থের সংঘাতের উপর ভিত্তি করে হচ্ছে

20:33 - March 11, 2022
সংবাদ: 3471549
তেহরান (ইকনা): তেহরানের জুমার নামাজের খতিব বলেছেন: ইউক্রেন যুদ্ধে শ্বেতাঙ্গ এবং ইউরোপীয়দের শ্রেষ্ঠত্বের দৃষ্টিতে দেখা লজ্জাজনক। এই দৃষ্টিভঙ্গি পশ্চিমাদের কৃষ্ণাঙ্গ বিরোধী কলঙ্কিত ইতিহাসকেই স্মরণ করিয়ে দেয় বলে তিনি মন্তব্য করেন।

হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকী বলেন ইয়েমেন, ফিলিস্তিন এবং সিরিয়া যুদ্ধে পাশ্চাত্য ও আমেরিকা কোনো অবস্থান গ্রহণ করে নি। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অবস্থান গ্রহণ করায় সমালোচনা করেন এই বিজ্ঞ আলেম।
 
কাজেম সিদ্দিকী বলেন: সিরিয়া ও লেবাননে ইরানের উপস্থিতি এবং নিপীড়িত ফিলিস্তিনিদের সমর্থন করার কারণ হল ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ এবং ইয়েমেন ও সৌদি জোটের মধ্যকার যুদ্ধকে ইরান সত্য ও মিথ্যার যুদ্ধ বলে মনে করে।
 
তেহরানের অস্থায়ী খতিব আরও বলেন ইরান যুদ্ধ, হত্যাকাণ্ড এবং অবকাঠামো ধ্বংসের ঘোর বিরোধী।: ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধকেও দু'দেশেরই আপনাপন স্বার্থ বিরোধী বলে মনে করে ইরান। ইউক্রেন যুদ্ধে আমেরিকা ও পশ্চিমাদের কলঙ্কজনক চেহারা বিশ্ববাসীর সামনে আবারও প্রমাণিত হলো। তারা ইয়েমেন, ফিলিস্তিন যুদ্ধের মোকাবেলায় কিংবা সিরিয়ায় আমেরিকার অবৈধ উপস্থিতি, হত্যাকাণ্ড ও লুটপাট তথা মজলুমের ওপর অত্যাচারের মোকাবেলায় টু শব্দও করে নি। কিন্তু ইউক্রেনের ঘটনায় ব্যাপক সোচ্চার হয়ে উঠেছে। iqna
captcha