IQNA

নাগরিকদের আফগানিস্তান ছাড়তে বলছে ভারত

19:32 - August 10, 2021
সংবাদ: 3470478
তেহরান (ইকনা): ভারতের নাগরিকদের আফগানিস্তান ছাড়ার আহ্বান জানিয়েছে দেশটি। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি বিবেচনা করেই ভারত সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। আজ মঙ্গলবার আফগানিস্তানের মাজার-ই-শরিফ থেকে দিল্লিগামী বিশেষ ফ্লাইটে ভারতীয় নাগরিকদের দেশে ফিরতে বলা হয়েছে।

মাজার-ই শরিফের কনস্যুলেট জেনারেল অব ইন্ডিয়া এক টুইট বার্তায় লিখেছেন, মাজার-ই শরিফ থেকে একটি বিশেষ ফ্লাইট দিল্লির উদ্দেশে রওনা দেবে। মাজার-ই শরিফ এবং এর বাইরে অবস্থানরত ভারতীয় নাগরিকদের আফগানিস্তান থেকে দেশে ফেরার আহ্বান জানানো হচ্ছে।

ভারত সরকারের হিসাব অনুযায়ী, বর্তমানে আফগানিস্তানে দেড় হাজার ভারতীয় নাগরিক অবস্থান করছেন। এদের মধ্যে যারা বিশেষ ফ্লাইটে দেশে ফিরতে চান তাদের জরুরি ভিত্তিতে দূতাবাসে গিয়ে নিজেদের বিস্তারিত তথ্য দিতে বলা হয়েছে। গত মাসে কান্দাহারে অবস্থিত দূতাবাস থেকে প্রায় ৫০ জন কূটনীতিক এবং নিরাপত্তা সদস্যকে দেশে ফিরিয়ে নিয়েছে ভারত।

আফগানিস্তানে একের পর এক শহর দখল করে নিচ্ছে তালেবান। অপরদিকে তাদের কাছ থেকে বিভিন্ন শহরের নিয়ন্ত্রণ ফিরিয়ে নিতে লড়াই করে যাচ্ছে আফগান বাহিনী। দু'পক্ষের লড়াইয়ে দেশটিতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। যুদ্ধ, সংঘাতে শিশুসহ বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বাস্তুহারা হয়ে পড়েছে লাখ লাখ মানুষ।

গত সোমবার তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে তারা আফগানিস্তানের আরো একটি প্রাদেশিক রাজধানী দখল করে নিয়েছে। চারদিনের মধ্যে এ নিয়ে ৬টি প্রাদেশিক রাজধানী দখল করেছে তারা। সবশেষ উত্তরাঞ্চলীয় প্রদেশ সামাঙ্গানের রাজধানী আইবাক দখলে নিয়েছে তালেবান। এর আগে গত রবিবার উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর কুন্দুজ দখলের পর সার-ই পাল এবং তালোকান শহরও তালেবানের নিয়ন্ত্রণে চলে যায়। কুন্দুজ শহর দখল তালেবানের জন্য চলতি বছরের সবচেয়ে বড় অর্জন বলে বিবেচনা করা হচ্ছে।
সূত্র: এএনআই।

captcha