IQNA

যুক্তরাষ্ট্রের মিনেসোটার মসজিদ অবমাননাকরী গ্রেফতার

20:57 - April 30, 2021
সংবাদ: 2612701
তেহরান (ইকনা): যুক্তরাষ্ট্রের মিনেসোটার মোরহেড শহরের একটি মসজিদের দেয়ালে বর্ণবাদী ও ইসলাম বিরোধী স্লোগান লেখার জন্য মার্কিন পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

মোরহেড শহরের পুলিশ জানিয়েছে যে, তারা চলতি সপ্তাহের শুরুতে মসজিদের দেয়ালে বর্ণবাদী ও ইসলাম বিরোধী স্লোগান লেখার জন্য এক ব্যক্তিকে সনাক্ত এবং গ্রেপ্তার করেছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ২২ বছরের এই যুবক শনিবার রাতে মোরহেড শহরের ইসলামিক সেন্টারের মসজিদে ইসলাম বিদ্বেষী উক্তি লেখে এবং মসজিদের দেওয়াল ভাঙ্গার চেষ্টা করে। তদন্তের পর এই ঘাতককে সনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

আসামীকে ক্লে কাউন্টি কারাগারে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে সহিংসতা এবং সম্পত্তি ক্ষয়ক্ষতির অভিযোগে আনা হবে। এছাড়াও ধারণা করা হচ্ছে, অপরাধের প্রকৃতির কারণে এই ব্যক্তির শাস্তি আরও বৃদ্ধি পাবে।

ফার্গোর মোরহেড ইসলামিক সেন্টার মসজিদে নাশকতার খবর পাওয়ার পর মিনেসোটার মোরহেড শহরের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

পুলিশ ইসলামিক সেন্টারে আওতাধীন মসজিদের দেয়ালে স্প্রে পেইন্টেড দিয়ে লেখা মুসলিম-বিরোধী ও বর্ণবাদী স্লোগান দেখতে পেয়েছে।

আমেরিকান-ইসলামিক রিলেশনস কাউন্সিল (CAIR) ঘোষণা করেছে: মসজিদ কমিটির কর্মকর্তাগণ আমাদেরকে জানিয়েছেন যে, ঘাতক মসজিদের দেয়ালে ইসলাম নিপাত যাক শ্লোগান সহ অন্যান্য ইসলামবিদ্বেষী শ্লোগান লিখেছে এবং নাৎসি ইনজিঙ্গিয়ার ছবি এঁকেছে। এছাড়াও মসজিদের একটি জানালা ভেঙে ফেলেছে।

রবিবার মসজিদের সিসি ক্যামেরা থেকে পুলিশ ঘাতকের ভিডিও সংগ্রহণ করে। শনিবার রাতে মসজিদে হামলার সময় ঘাতক স্কি মাস্ক পরেছিল।

মোরহেড পুলিশ ফার্গোতে এফবিআই অফিসের সহায়তায় সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। iqna

captcha