IQNA

প্রতিরক্ষা মন্ত্রী:

ক্ষেপণাস্ত্রের ব্যাপারে কখনই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসবো না

20:52 - October 21, 2020
সংবাদ: 2611674
তেহরান (ইকনা): ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি পারস্য উপসাগরীয় অঞ্চলে অস্ত্র প্রতিযোগিতা প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বলেছেন: উপসাগরের দেশগুলির সাথে সুরক্ষা এবং সামরিক চুক্তি স্বাক্ষর করার জন্য তেহরানের প্রস্তুত রয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি একটি সাক্ষাৎকারে অস্ত্র নিষেধাজ্ঞা অবসান, নাগোর্নো-কারাবাখ যুদ্ধ এবং কিছু আরব দেশের সাথে জায়নিস্ট সরকারের সাথে সমঝোতা সম্পর্কে কথা বলেছেন।

আমির হাতামি বলেছেন, পারস্য উপসাগরীয় এলাকায় ইরানের স্বার্থের বিরুদ্ধে যদি কোনো রকমের ইসরাইলি হুমকি সৃষ্টি হয় তাহলে সরাসরি এবং সুস্পষ্ট জবাব দেবে ইরান। কাতারের আল জাজিরা টিভি নেটওয়ার্ককে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি করেছে ইহুদিবাদী ইসরাইল। এই পদক্ষেপের কারণে পুরো পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে। ইসরাইলের এ হুমকি মোকাবেলায় ইরানের ভূমিকা কী হবে- এমন এক প্রশ্নের জবাবে ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরানের স্বার্থ হুমকির মুখে পড়লে তেহরান তখন সুস্পষ্ট ও সরাসরি জবাব দেবে।

মার্কিন প্রশাসন ভবিষ্যৎ সম্ভাব্য আলোচনায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়টি অন্তর্ভুক্ত করার যে কথা বলছে সে বিষয়ে ইরানের অবস্থান কী- এমন প্রশ্নের জবাবে জেনারেল আমির হাতামি বলেন, ইরান কখনোই তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কারো সাথে আলোচনা করবে না এবং এ ব্যাপারে আমাদেরকে বলার অধিকারও কারো নেই।

নাগার্নো-কারাবাখ অঞ্চলের সংঘর্ষ প্রসঙ্গেও জেনারেল আমির হাতামি কথা বলেন। তিনি বলেন, ইরান এ সংঘর্ষের শান্তিপূর্ণ সমাধান চায় এবং এক্ষেত্রে আঞ্চলিক গুরুত্বপূর্ণ দেশ হিসেবে তুরস্কের ইতিবাচক ভূমিকা থাকা দরকার।  iqna

captcha