IQNA

নিউজিল্যান্ডে বোমা হামলার হুমকি দেওয়ায় এক যুবক গ্রেপ্তার

19:11 - May 01, 2019
সংবাদ: 2608453
আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সম্ভাব্য বোমা হামলার হুমকি পেয়ে ৩৩ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: মাস দেড়েক আগে শহরটির হামলার শিকার হওয়া মসজিদ লিনউড ইসলামিক সেন্টারের মিনিট দুয়েক দূরত্বের একটি জায়গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে বোমা হামলার হুমকি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চের দুটি মসজিদে অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন ট্যারান্টের অতর্কিত বন্দুক হামলায় ৫০ জন মুসল্লি নিহত হন।

ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও বোমা নিস্ক্রিয়কারী দল সঙ্গে নিয়ে মঙ্গলবার ক্রাইস্টচার্চের ফিলিপসটাউন এলাকা ঘেরাও করে এক যুবককে গ্রেপ্তার করে। সে সময় এলাকাটিকে নো-ফ্লাই জোন ঘোষণা দেওয়া হয়। তবে কিছু সময় পর এলাকাটিকে নিরাপদ ঘোষণা করা হয়।  iqna

 

captcha