IQNA

আয়াতুল্লাহ কেরমানি;

সকলে জানে যে, আমেরিকা সন্ত্রাসবাদের মা

18:39 - April 12, 2019
সংবাদ: 2608319
আন্তর্জাতিক ডেস্ক: তেহরানের জুমার নামাজের খতিব আয়াতুল্লাহ মুহাম্মাদ আলী মোয়াহহেদি কেরমানি বলেছেন, আজ বিশ্বের সকল মানুষ বিশেষ করে আঞ্চলিক দেশসমূহের জনগণের নিকট প্রমাণিত হয়েছে যে, আমেরিকান সন্ত্রাসবাদের মা। ট্র্যাম্প নিজেই স্বীকার করেছে যে, মার্কিন যুক্তরাষ্ট্র আইএস, আল নুসরা ও আহরারুশ শামকে সমর্থন করেছিল এবং এই বিপ্লবী গার্ড বাহিনী এই অঞ্চল থেকে আমেরিকার সমর্থিত এসকল সন্ত্রাসীদেরকে বিতাড়িত করেছে।

বার্তা সংস্থা ইকনা: তেহরানের জুমার নামাজের খতিব আয়াতুল্লাহ মুহাম্মাদ আলী মোয়াহহেদি কেরমানি আরও বলেছেন, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিরুদ্ধে আমেরিকার শত্রুতা ও বোকামিপূর্ণ সিদ্ধান্ত আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থী।

বিপ্লবী গার্ড বাহিনীর সবুজ রঙ্গের পোশাক পরিহিত কেরমানি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্ত পশ্চিম এশিয়ার পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।

বিশিষ্ট এই আলেম বলেন বিশ্বের সবাই জানে আমেরিকাই সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক। সে কারণেই বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী তালিকাভুক্ত করার মার্কিন সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। এই ঘটনা প্রমাণ করছে ইরান বিরোধী মার্কিন এই পদক্ষেপও ব্যর্থ হবে।

জুমার এই খতিব বলেন, মার্কিন মদদপুষ্ট সন্ত্রাসীদের পরাজয়ে ক্ষুব্ধ হয়েই এই সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প। কেননা আইআরজিসি'র শক্ত প্রতিরোধের মুখে দায়েশসহ অন্যান্য সন্ত্রাসী বাহিনী পরাজিত হওয়ায় পশ্চিম এশিয়ায় আমেরিকার উদ্দেশ্য ব্যর্থ হয়ে গেছে।

আয়াতুল্লাহ কেরমানি বলেন, ২০১৮ সালের ডিসেম্বরে ট্রাম্পের গোপন ইরাক সফরই প্রমাণ করে এ অঞ্চলে ওয়াশিংটনের অবস্থান কতোটা নাজুক হয়ে পড়েছে।

জুমার এই অস্থায়ী ইমাম আরও বলেন আইআরজিসি পাহাড়ের মতো দৃঢ়তার সঙ্গে ইসলামি বিপ্লবের অর্জনগুলোকে সুরক্ষা করবে। এটি একটি জাতীয় ও সামরিক বাহিনী। এই বাহিনী, তাদের হাতে মজুদ ক্ষেপণাস্ত্র শক্তি দিয়ে যে-কোনো মুহূর্তে তেলাবিবকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়ার ক্ষমতা রাখে বলেও জনাব কেরমানি মন্তব্য করেন। iqna

 

 

captcha