IQNA

বার্লিনের মসজিদে পুলিশের তদন্ত

20:27 - December 19, 2018
সংবাদ: 2607590
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানের পুলিশ সন্ত্রাসীদের আর্থিক সহায়তায় উৎস খুঁজে বের করার জন্য বার্লিনের একটি মসজিদে তদন্ত চালিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: এ ব্যাপারে জার্মানের কর্তৃপক্ষ বলেছে: এই অপারেশনে পুলিশ মসজিদের পেশ ইমামের নিকট বিভিন্ন তথ্য জানার জন্য জিজ্ঞাসাবাদ করেছে। সিরিয়ায় উপস্থিত সন্ত্রাসীদের সহায়তা করার জন্য অর্থ সংগ্রহের সন্দেহে ঐ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
বার্লিনের প্রসিকিউটর অফিস মঙ্গলবার আজ ঘোষণা করেছে, আহমেদ নামের ৪৫ বছরের ঐ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য জার্মানের রাজধানীতে নিয়ে যাওয়া হয়েছে। নিরাপত্তার জন্য ঐ ব্যক্তির সম্পর্কে অধিক তথ্য প্রকাশ করা হচ্ছে না।
প্রসিকিউটরের বর্ণনা অনুযায়ী, টুইটারে এই ব্যক্তি "আবুল বারায়" নামে একটি একাউন্ট আছে। ঐ একাউন্টের দুইটি টুইট দেখে ঐ ব্যক্তিকে সন্দেহ করা হয়েছ যে, সে সিরিয়ায় উপস্থিত সন্ত্রাসীদের সহায়তা করার জন্য অর্থ সংগ্রহ করছে।
অ্যাসোসিয়েটেড প্রেসের প্রসিকিউটর মুখপাত্র মার্টিন স্টলটনার বলেছে: এই অপারেশনে কাউকে গ্রেফতার করা হয় নি। মসজিদ সহকারে অন্যান্য স্থানে তদন্ত শুধুমাত্র সন্ত্রাসবাদের গবেষণার প্রমাণ পাওয়ার উদ্দেশ্য চালানো হয়েছে।
iqna

 

captcha