IQNA

মুসলিম নেতাদের প্রশংসা করল অস্ট্রেলিয়ার পুলিশ সুপার

23:48 - November 22, 2018
সংবাদ: 2607317
আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার পুলিশ সুপার সন্ত্রাসবাদের মোকাবেলা করার জন্য মুসলিম নেতাদের প্রশংসা করেছেন।

বার্তা সংস্থা ইকনা: অস্ট্রেলিয়ার পুলিশ সুপার স্টিফেন ব্রাউন বলেছেন, আমি জানি মুসলিম নেতাগণ এদেশের সম্প্রদায়কে রক্ষা করার জন্য সংগ্রাম করছেন। আর এজন্য সম্প্রতি এদেশে সন্ত্রাসী হামলার ব্যাপারে অধিক পদক্ষেপ নেয়ার প্রয়োজন নেই।
তিনি বলেন: ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া রাজ্যে সন্ত্রাসবাদের প্রতিরোধের জন্য মুসলিম নেতাদের প্রচেষ্টাকে শক্তিশালী করতে আমরা তাদের পাশে অবস্থান করব।
মেলবোর্নের প্রাণকেন্দ্রে ১০ম নভেম্বর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পশ্চিম অস্ট্রেলিয়ার রাজধানী পোর্ট অবস্থিত মসজিদসমূহের পেশ ইমামগণ সন্ত্রাসবাদ বিরুদ্ধে একাত্মতার ঘোষণা দিয়েছেন এবং উক্ত শহরের সহকারী পুলিশের সাথে এক সাক্ষাৎকারে ইসলামিক সোসাইটি সহযোগিতার বিষয়গুলো বর্ণনা করেছেন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন মুসলমানদের সমালোচনা করে জানিয়েছে, চরমপন্থিদের চিহ্নিত করতে এই দেশের পেশ ইমামদের আরও সক্রিয় হতে হবে। প্রধানমন্ত্রীর সমালোচনার পর এই সমঝোতার বিষয়টি সম্মুখে এসেছে।
পোর্টের জামে মসজিদের পেশ ইমাম ১৬ই নভেম্বর সামাজিক ক্রিয়াকলাপে অংশগ্রহণের মাধ্যমে বিশ্বাসকে শক্তিশালী করার বিষয়ে বক্তৃতা পেশ করেছেন।
২০১৬ সালের জরিপ অনুযায়ী, অস্ট্রেলিয়ায় ৬ লাখের অধিক মুসলিম নাগরিক রয়েছে।
iqna

 

captcha