IQNA

২০২০ সালের অলিম্পিকের জন্য ভ্রমমাণ মসজিদের মডেলের উদ্বোধন

23:47 - July 25, 2018
1
সংবাদ: 2606301
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের একটি কোম্পানি ২০২০ সালে অলিম্পিক ও প্যারালিম্পিকে মুসলিম দর্শনার্থীদের জন্য ভ্রমমাণ মসজিদ নির্মাণের দায়িত্ব পেয়েছে। এই কোম্পানির একটি দল ভ্রমমাণ মসজিদের প্রথম মডেল উদ্বোধন করেছে।

হিউস্টন মসজিদে দুর্বৃত্তদের আগুন দেয়ার রহস্য খুঁজছে মুসলিম কমিউনিটি

বার্তা সংস্থা ইকনা: ২০২০ সালে অলিম্পিক ও প্যারালিম্পি টোকিওতে অনুষ্ঠিত হবে। ভ্রমমাণ নতুন এই মসজিদটি সোমবার টয়োটা শহরে উদ্বোধন করা হয়েছে।

ভ্রমমাণ মসজিদটি একটি ট্রাকের উপর ইন্সটল করা হয়েছে। সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এই মসজিদটিতে কেবলা নির্ধারণ করার জন্য কম্পাস রয়েছে।

নবনির্মিত ভ্রমমাণ এই মসজিদে একসাথে ৫০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। ভ্রমমাণ মসজিদটির নির্মাতারা বলেছেন: এটি নির্মাণ করতে ৯ লাখ ডলার ব্যয় হয়েছে। তবে এটি গণহারে উৎপাদনের ক্ষেত্রে এর ব্যয় আরও কম হবে।

এটি নির্মাণের পূর্বে জাপানে যে সকল বিদেশী মুসলিম শিক্ষার্থী রয়েছে, তাদের নিকট থেকে পরামর্শ গ্রহণ করা হয়েছে।

অলিম্পিক গেমসের স্টেডিয়াম এবং অন্যান্য স্থানগুলিতে এই ভ্রমমাণ মসজিদগুলো স্থাপন করা হবে, যাতে মুসলিম ক্রীড়াবিদ এবং দর্শকগণসহ অন্যান্য মুসলমানেরা নামাজ আদায় করতে পারে।

iqna

 

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
nvduyigw
0
0
20
captcha