IQNA

যুক্তরাজ্যে পবিত্র কুরআন অবমাননাকারী গ্রেফতার

15:52 - October 04, 2017
সংবাদ: 2603984
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের এক ব্যক্তি ফেসবুকে তার নিজস্ব একাউন্টে পবিত্র কুরআনকে অবমাননা করে একটি ভিডিও প্রকাশ করেছে। আসমানি গ্রন্থ অবমাননার দায়ে ইংল্যান্ডের পুলিশ ঐ ব্যক্তিকে গ্রেফতার করেছে।
যুক্তরাজ্যে পবিত্র কুরআন অবমাননাকারী গ্রেফতার
বার্তা সংস্থা ইকনা: এরিক কিং (৬৪) নামের ব্যক্তি সামাজিক নেটওয়ার্কে লিখেছে, মুসলমানদের জীবন শেষ করার জন্য চিন্তিত নয় তিনি।
এরিক অপর এক পোষ্টে লিখেছে, পৃথিবী থেকে ইসলাম ধর্মের অদৃশ্য হয়ে যাওয়া উচিত এবং এটা যদি সকল মুসলমানদের হত্যার মাধ্যমে সম্ভব হয় তাহলে সেটাই করতে হবে।
এছাড়াও তিনি ১৫ই সেপ্টেম্বরে প্রকাশিত এক বিকৃতিতে লিখেছে, "কেন আমরা অভিবাসীদের গ্রহণ করতে বাধ্য? তারা পৃথিবীর দূষিত পদার্থ। আমি তাদের সবাইকে ঘৃণা করি, তাদের সকলের জীবন ধ্বংস করতে আমি ভয় পাই না। তারা তাদের জীবন শেষ করার মাধ্যমে সাদাসমূহ উপভোগ করবে। এমন সময় আসবে যখন আমরা আমাদের দেশকে ফিরিয়ে নেবো।" এই মন্তব্যে তার অনেক স্থানে বানান ভুল ছিল। অবশ্য পরে এরিক তার মন্তব্যটি সামাজিক নেটওয়ার্ক থেকে ডিলিট করে দেয়।
পুলিশ ঘোষণা করেছে, ধর্মের প্রতি ঘৃণা এবং বিব্রতকর মন্তব্য প্রকাশ করার জন্য এরিক কিংকে ইংল্যান্ডের সেন্ট আস্টেল অঞ্চল থেকে গ্রেফতার করা হয়েছে।
তবে এরিকের বিরুদ্ধে আনা অভিযোগ সে অস্বীকার করেছে। এ ব্যাপারে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।
iqna




captcha