IQNA

দোয়া আহদের উপর আমল করলে ইমাম মাহদীর আবির্ভাব ঘটবে

15:05 - September 07, 2017
সংবাদ: 2603775
দোয়া আহদ হচ্ছে ইমাম মাহদীর(আ.) প্রতি ভক্তি প্রদর্শনের একটি বড় মাধ্যম। ইমাম মাহদীর(আ.) প্রতিক্ষকারী প্রতিদিন দোয়া আহদ পাঠ করার মাধ্যমে প্রমাণ করে যে, আমরা আমাদের ইমামের(আ.) প্রতি অঙ্গিকারবদ্ধ এবং ইমামও (আ.) তাদের প্রতি অনুগ্রহ করেন।


বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: কেউ যদি তার ইমামের প্রতি ভক্তি প্রদর্শন করতে চায় তাহলে তাকে কিছু কাজের মাধ্যমে এই ভক্তি প্রমাণ করতে হবে।

ইসলামে নির্দেশ দেয়া হয়েছে যে, কেউ যদি ইমাকে রাজি করতে চায় তাহলে তার জন্য দোয়া করতে হবে এবং তার ভাল চাইতে হবে। আর দোয়া আহদ হচ্ছে ইমাম মাহদীর(আ.) প্রতি মুসলমানদের ভক্তি প্রদর্শনের নমুনা।

একজন বড় আলেম বলতেন প্রতিদিন সূরা ইয়াসিন পড়ে ইমাম মাহদীর(আ.) নামে হাদিয়া করবে। আরেকজন বলেন, আমি প্রতিদিন ৬ রাকাত নামাজ পড়ে ইমাম মাহদীর(আ.) নামে হাদিয়া করি এবং যে দিন থেকে এই আমল শুরু করেছি তারপর থেকে আমার জীবনের বরকত অনেক বেড়ে গেছে।

দোয়া আহদের গুরুত্ব অনেক বেশী। ইমাম খোমিনীও(রহ.) প্রতিদিন এই দোয়াটি পাঠ করতেন।

ইমাম জাফর সাদিক(আ.) বলেছেন: যে ব্যক্তি ৪০ দিন ফজরের নামাজের পর এই দোয়াটি(দোয়া আহদ) পাঠ করবে সে ইমাম মাহদীর(আ.) সাথী হবে। আর সে যদি ইমাম মাহদীর(আ.) আবির্ভাবের পূর্বে মারা যায় ইমাম তাকে কবর থেকে উঠিয়ে তার সাথী বানাবেন।

দোয়া আহদে আমরা ইমাম মাহদীকে(আ.) সাহায্য করার জন্য আমরা যে প্রতিশ্রুতি দেই তা হচ্ছে:

اللَّهُمَّ اجْعَلْنِي مِنْ؛ হে আল্লাহ আমাকে

أَنْصَارِهِ؛ ইমাম মাহদীর প্রকৃত সাহায্যকারী বানিয়ে দিন।

وَ أَعْوَانِهِ؛ সহযোগী বানিয়ে দিন

وَ الذَّابِّينَ عَنْهُ؛ রক্ষাকারী বানিয়ে দিন

وَ الْمُسَارِعِينَ إِلَيْهِ فِي قَضَاءِ حَوَائِجِهِ؛  তার প্রয়োজন মেটানোর জন্য দ্রুত ছুটে যাওয়ার তৌফিক দান করুন

وَ الْمُمْتَثِلِينَ لِأَوَامِرِهِ؛  তার নির্দেশ পালন করার তৌফিক দান করুন

وَ الْمُحَامِينَ عَنْهُ؛  তার সমর্থনকারী ও সমর্থক বানিয়ে দিন

 وَ السَّابِقِينَ إِلَى إِرَادَتِهِ؛ সবার আগে তার নির্দেশ পালনকারীদের মধ্যে অন্তর্ভূক্ত করুন

وَ الْمُسْتَشْهَدِينَ بَيْنَ يَدَيْهِ؛  এবং তার জন্য শহীদ হওয়ার তৌফিক দান করুন।
captcha