IQNA

হিজাব খুলতে সম্মতি প্রদান না করায় মুসলিম নারীর বিচার

15:45 - May 11, 2017
সংবাদ: 2603064
আন্তর্জাতিক ডেস্ক: বিচারকের সম্মান রক্ষার্থে হিজাব খুলতে রাজি না হওয়ায় এক মুসলিম নারীকে শাস্তি প্রদান করেছে সিডনির সুপ্রিম কোর্ট।
হিজাব খুলতে সম্মতি প্রদান না করায় মুসলিম নারীর বিচার
বার্তা সংস্থা ইকনা: সিরিয়ার বংশোদ্ভূত 'মাওতিয়া আল-যাহরা'র বাড়ীতে ২০১৪ সালে সিডনির পুলিশ হামলা চালায়। পুলিশের হামলার সূত্র ধরে গত বছরের শেষের দিকে যাহরা আদালতে সুষ্ঠু বিচারের জন্য আহ্বান জানায়। তবে আদালতের বিচারক তাকে হিজাব খোলার আহ্বান জানালে তিনি অসম্মতি প্রদান করেন এবং বিচারক যখন প্রবেশ করেন তখন তিনি উঠে দাড়িয়ে তাকে সম্মান না করার জন্য তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সিডনির সাত জন মুসলমান যাহরার স্বামী 'হামিদ আল কুদসী'র শরণাপন্ন হয়। তাদের সিরিয়ায় পাঠানোর কাজে সাহায্য করার অভিযোগে হামিদ আল কুদসীকে আদালতে জিজ্ঞাসাবাদ করা হয়।

উল্লেখ্য, আদালতে যখন বিচারক প্রবেশ করে তখন মাওতিয়া আল যাহরা উঠে দাড়ায়নি এবং বিচারক তার মাথার স্কার্ফ খুলতে বললে তিনি তা খুলতে অস্বীকার করেন।

বিচারককে সম্মান প্রদান না করা এবং আদালতের অবমাননা করার অভিযোগে ১৫ জুনে সিডনির একটি স্থানীয় আদালতে যাহরার বিচার কাজ সম্পন্ন করা হবে।

iqna


captcha