IQNA

ঐক্যের মাধ্যমে মুসলমানদের জীবনে প্রকৃত বসন্ত নেমে আসবে

0:52 - April 04, 2017
1
সংবাদ: 2602849
মুসলমানরা যদি পবিত্র কোরআনকে সঠিকভাবে উপলব্ধি করতে পারে তাহলেই তাদের জীবনে প্রকৃত বসন্ত নেমে আসবে। ইমাম খোমিনী (রহ.) পবিত্র কুরআনের এই আয়াতটির প্রতি বিশেষ তাগিদ দিতেন। আর তা হল: «قُلْ إِنَّما أَعِظُكُمْ‏ بِواحِدَةٍ».
ঐক্যের মাধ্যমে মুসলমানদের জীবনে প্রকৃত বসন্ত নেমে আসবে

বার্তা সংস্থা ইকনা: মুসলমানরা যদি তাদের মধ্যেকার ছোট খাট বিরোধগুলো ভুলে মূল বিষয়ে ঐক্যবদ্ধ হতে পারে তাহলে তারা সকল কাফির মুশরিকদেরকে পরাজিত করতে পারবে।

ঐক্য প্রতিষ্ঠার জন্য মুসলমানদের কর্তব্য সম্পর্কে পবিত্র কুরআনের সূরা নিসার ৯৪ নং আয়াতে বর্ণিত হয়েছে: «يا أَيُّهَا الَّذينَ آمَنُوا إِذا ضَرَبْتُمْ في‏ سَبيلِ اللَّهِ فَتَبَيَّنُوا وَ لا تَقُولُوا لِمَنْ أَلْقى‏ إِلَيْكُمُ السَّلامَ لَسْتَ‏ مُؤْمِناً تَبْتَغُونَ عَرَضَ الْحَياةِ الدُّنْيا فَعِنْدَ اللَّهِ مَغانِمُ كَثيرَةٌ كَذلِكَ كُنْتُمْ مِنْ قَبْلُ فَمَنَّ اللَّهُ عَلَيْكُمْ فَتَبَيَّنُوا إِنَّ اللَّهَ كانَ بِما تَعْمَلُونَ خَبيراً» (سوره نساء، آیه 94).

"হে ঈমানদারগণ, তোমরা যখন আল্লাহর পথে বের হও তখন সব কিছু যাচাই করে নিও এবং কেউ যদি তোমাদেরকে ইসলাম ও শান্তির কথা বলে তাহলে যুদ্ধে গনিমত ও পার্থিব সম্পদ লাভের উদ্দেশ্যে তাকে বলো না যে, তুমি মুসলমান নও৷ বস্তুত: আল্লাহর কাছে অনেক সম্পদ রয়েছে৷ তোমরাওতো এর আগে তার মতই ছিলে৷ আল্লাহ তোমাদের ওপর অনুগ্রহ করেছেন৷ অতএব সত্যতা যাচাই করে নাও৷ আল্লাহ তোমাদের কাজকর্মের খবর রাখেন ৷" (৪:৯৪)

এই আয়াতে শিক্ষণীয় দিকগুলো হল, প্রথমত: যুদ্ধ ও জিহাদ হতে হবে শত্রুদের লক্ষ্য উদ্দেশ্য ও তাদের অবস্থান সম্পর্কে সঠিক তথ্যের ভিত্তিতে৷ এ ক্ষেত্রে আবেগ ও বস্তুগত স্বার্থকে প্রশ্রয় দেয়া যাবে না৷

দ্বিতীয়ত: কেউ নিজেকে মুসলমান হিসাবে দাবি করলে এবং তার দাবি মিথ্যা ও ভণ্ডামি বলে প্রমাণিত না হলে তাকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে গ্রহণ করতে হবে৷

তৃতীয়ত: ক্ষমতার অপব্যবহার করা যাবে না এবং বিনা কারণে প্রতিপক্ষের সম্পদ আটক এবং তাদের বিরুদ্ধে হত্যার নির্দেশ জারী করা যাবে না৷

চতুর্থত: যুদ্ধের ময়দানে লড়াইরত মুজাহিদদের মধ্যেও দুনিয়াবি আকর্ষণ দেখা দিতে পারে৷ কাজেই এ ব্যাপারে সতর্ক থাকতে হবে৷

পঞ্চমত: মানুষকে তার জীবনের প্রতিটি ক্ষেত্রে এমনকি তার শত্রুদের ব্যাপারেও ভারসাম্যপূর্ণ আচরণ এবং মধ্যপন্থা অবলম্বন করতে হবে৷

সূরা সাবার ৪৬ নং আয়াতে বলা হয়েছে: قُلْ إِنَّمَا أَعِظُكُم بِوَاحِدَةٍ أَن تَقُومُوا لِلَّهِ مَثْنَى وَفُرَادَى ثُمَّ تَتَفَكَّرُوا مَا بِصَاحِبِكُم مِّن جِنَّةٍ إِنْ هُوَ إِلَّا نَذِيرٌ لَّكُم بَيْنَ يَدَيْ عَذَابٍ شَدِيدٍ

বলুন, আমি তোমাদেরকে একটি বিষয়ে উপদেশ দিচ্ছি: তোমরা আল্লাহর নামে এক একজন করে ও দু, দু জন করে দাঁড়াও, অতঃপর চিন্তা-ভাবনা কর-তোমাদের সঙ্গীর মধ্যে কোন উন্মাদনা নেই। তিনি তো আসন্ন কঠোর শাস্তি সম্পর্কে তোমাদেরকে সতর্ক করেন মাত্র। সূত্র: shabestan

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
Lefty
0
0
I might be benitag a dead horse, but thank you for posting this!
captcha