IQNA

ইউরোপে পঞ্চমবর্ষ অন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা + ছবি

3:34 - March 13, 2017
সংবাদ: 2602705
আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপে পঞ্চমবর্ষ অন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ১১শে মার্চে শুরু হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: পঞ্চমবর্ষ অন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা নারী ও পুরুষ উভয় বিভাগে অনুষ্ঠিত হয়েছে। ১১ই মার্চ সকালে স্থানীয় সময় ৯টায় নারীদের কুরআন প্রতিযোগিতা শুরু হয়।

নারী অংশগ্রহণকারীরা হেফজ, তিলাওয়াত ও তারতিল বিভাগে হামবুর্গের ইসলামিক সেন্টার লাইব্রেরি মিলনায়তনে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করেছেন।

এই প্রতিযোগিতায় ইউরোপের বিভিন্ন দেশ বিশেষ করে বার্লিন, হামবুর্গ, ডেনমার্ক ও সুইডেনর প্রতিনিধিগণ অংশগ্রহণ করেছেন।

নারীদের বিভাগে বিচারকের দায়িত্ব পালন করেছেন ইয়াসমিন তুর্কিপুর, হাবিবা আব্দুল আলী হুসাইনি এবং যাহরা মুসাভী।

১১ই মার্চ বিকালে মাফাহিমে কুরআন বিভাগে নারী ও পুরুষ উভয় অংশগ্রহণ করেছেন।

মাফাহিম বিভাগে সূরা ইউনুস, সূরা হুদ এবং আয়াতুল্লাহ নাসের মাকারেম শিরাজির তাফসিরে নমুনা থেকে প্রশ্ন করা হয়েছে।

iqna



captcha