IQNA

ইরাকি সংসদে অবস্থান অব্যাহত রাখতে সমর্থকদের প্রতি সাদরের আহ্বান

16:41 - August 04, 2022
সংবাদ: 3472236
তেহরান (ইকনা): ইরাকের প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা মুক্তাদা আল-সাদর তার সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ইরাকের সংসদে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখতে হবে।
গতকাল (বুধবার) ইরাকের পবিত্র নাজাফ শহর থেকে টেলিভিশনের মাধ্যমে দেয়া ভাষণে তিনি এ আহ্বান জানান। তার দাবির মধ্যে রয়েছে জাতীয় সংসদ ভেঙে দেয়া এবং আগাম নির্বাচন অনুষ্ঠান।
 
মুক্তাদা সাদর অনেকটা আবেগ তাড়িত হয়ে বলেন, তিনি এই দাবি আদায়ের জন্য প্রয়োজনে শহীদ হয়ে যাবেন তবে এ নিয়ে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে কোন আলোচনা হবে না। তিনি তার সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “তাদের সঙ্গে সংলাপের ব্যাপারে ছড়িয়ে পড়া গুজব বিশ্বাস করবেন না। তাদের সঙ্গে সংলাপের অভিজ্ঞতা এরইমধ্যে হয়েছে। এই সংলাপ আমাদের এবং পুরো জাতির জন্য ধ্বংস ও দুর্নীতি ছাড়া আর কিছু দিতে পারে নি।”
 
গতবছরের অক্টোবর মাসে ইরাকে সর্বশেষ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কিন্তু আজ পর্যন্ত কার্যকর কোনো সরকার গঠন করা সম্ভব হয় নি। এ নিয়ে দেশটি রাজনৈতিক অচলাবস্থার মধ্যে পড়ে রয়েছে। 4075789
captcha