IQNA

মহররমের প্রাক্কালে পরিষ্কার করা হয়েছে ইমাম হুসাইন (আ.)এর মাজার + ছবি ও ভিডিও

20:31 - July 29, 2022
সংবাদ: 3472198
তেহরান (ইকনা): পবিত্র মহররমের প্রাক্কালে শহীদের নেতা হযরত ইমাম হুসাইন (আ.)-এর পবিত্র মাজার পরিষ্কার করা হয়েছে। এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজে স্বেচ্ছাসেবী খাদেমগণ একনিষ্ঠ ভাবে ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের প্রতিটি স্থান পরিষ্কার করেছেন।

শহীদ-সম্রাট বা শহীদদের নেতা হযরত ইমাম হুসাইন (আ.) বলেছেন,'যদি মুহাম্মাদ (সা)-এর ধর্ম আমার নিহত হওয়া ছাড়া টিকে না থাকে তাহলে, এসো হে তরবারি! নাও আমাকে।'
 
নিঃসন্দেহে কারবালার মর্ম বিদারী ঘটনা মানব ইতিহাসের দীর্ঘ পরিক্রমায় ঘটে যাওয়া অজস্র ঘটনাবলীর মধ্যে  শিক্ষা ও গুরুত্বের দিক থেকে অনন্য। এটা এমন এক মহা-বিস্ময়কর ঘটনা, যার সামনে মুসলিম-অমুসলিম নির্বিশেষ বিশ্বের মহান চিন্তাবিদরা থমকে দাঁড়াতে বাধ্য হয়েছেন,পরম বিস্ময়ে অভিভূত হয়ে তারা স্তুতি-বন্দনায় মুখরিত হয়েছেন এই নজিরবিহীন আত্মত্যাগের। কারণ, কারবালার কালজয়ী বিপ্লবের মহানায়করা‘‘অপমান আমাদের সয় না” -এই স্লোগান ধ্বনিত করে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার জন্য সংখ্যায় হাতে গোনা হওয়া সত্ত্বেও খোদায়ী প্রেম ও শৌর্যে পূর্ণ টগবগে অন্তর নিয়ে জিহাদ ও শাহাদাতের ময়দানে আবির্ভূত হন এবং প্রতারণা ও প্রবঞ্চনার অধঃজগতকে পেছনে ফেলে উর্ধ্বজগতে মহান আল্লাহর সনে পাড়ি জমান। তারা নিজ কথা ও কাজের মাধ্যমে জগতবাসীকে জানিয়ে দিয়ে যান যে,‘‘ যে মৃত্যু সত্যের পথে হয়, তা মধুর চেয়েও সুধাময়।’’ 4074183
 
 
captcha