IQNA

জুমার খতিব;

আদর্শবান নারীদের মধ্যে হযরত জাহরা (সা. আ.) হচ্ছেন উত্তম আদর্শ

19:05 - February 14, 2020
সংবাদ: 2610227
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি তেহরানে অনুষ্ঠিত জুমার নামাজের প্রথম খুতবায় বলেছেন: নবী নন্দিনী হযরত জাহরা (সা. আ.) হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: হযরত ফাতেমা জাহরা (সা. আ.) পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে তেহরানের জুমার খতিব সকলকে অভিনন্দন জানিয়ে বলেছেন: আমাদের সকলের জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ হচ্ছেন হযরত ফাতেমা জাহরা (সা. আ.)।

হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি নামাজের দ্বিতীয় খুতবায় বলেছেন, ফিলিস্তিন বিরোধী ষড়যন্ত্র 'ডিল অব দ্যা সেঞ্চুরি' হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য কলঙ্ক।

তিনি আরও বলেন, ট্রাম্প তার অশুভ পরিকল্পনা ঘোষণা করার পর মুসলিম বিশ্বে নয়া জাগরণ ও বিপ্লব দেখা দিয়েছে। এর ফলে আমেরিকা ও ইসরাইলের ওই অশুভ পরিকল্পনা বাস্তবায়ন হবে না।

হু্জ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বলেন, আমেরিকার নির্লজ্জ প্রেসিডেন্ট ট্রাম্প কথিত 'ডিল অব দ্যা সেঞ্চুরি'র আওতায় ফিলিস্তিনিদের ঘরবাড়ি অন্যদের মাঝে বিলি করতে চাইছেন। কিন্তু তার এই ষড়যন্ত্র এরইমধ্যে ব্যর্থ হয়েছে।

জুমার নামাজের এই খতিব ইরানের আসন্ন সংসদ নির্বাচন সম্পর্কে বলেন, বিজাতীয়দের ওপর নির্ভরতায় বিশ্বাসী কোনো প্রার্থীকে ভোট দেওয়া যাবে না। iqna

captcha