IQNA

যুক্তরাজ্যের অর্থমন্ত্রী সাজিদ জাভিদের পদত্যাগ

21:51 - February 13, 2020
সংবাদ: 2610226
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন অর্থমন্ত্রী সাজিদ জাভিদ। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এ ব্যাপারে অর্থমন্ত্রী সাজিদ জাভিদ বিবিসিকে বলেন, তার সহযোগী দলকে চাকরিচ্যুত করার যে আদেশ এসেছিল তা কোনও আত্মমর্যাদা সম্পন্ন মন্ত্রীর পক্ষে পালন করা সম্ভব নয়। তাই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

কয়েকটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডমিনিক কামিংয়ের সাথে বিরোধের জের ধরে অর্থমন্ত্রী সাজিদ জাভিদ পদত্যাগ করেছেন।

এর আগে, প্রথমদফা নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী বরিস জনসন সাজিদ জাভিদকে অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন।

এদিকে ট্রেজারি বিভাগের মুখ্যসচিব ঋষি সুনাক যুক্তরাজ্যের নতুন অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। যিনি সাত মাস আগে গৃহায়ন মন্ত্রণালয়ের জুনিয়রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

এছাড়াও, আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন বিষয়ক মন্ত্রী অলক শর্মাকে তার পদ থেকে সরিয়ে বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।
সূত্র: rtvonline

captcha