IQNA

সর্বোচ্চ নেতার উপস্থিতিতে;

হযরত ফাতেমা যাহরা (সা. আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক মজলিশ

21:29 - January 26, 2020
2
সংবাদ: 2610112
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে ইমাম খোমেনী (রহ.) হুসাইনিয়াতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীর উপস্থিতিতে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)এর প্রাণপ্রিয় কন্যা হযরত ফাতেমা যাহরা (সা. আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক মজলিশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশের সহস্রাধিক মোহেব্বিনে আহলে বাইয়েত (আ.) অংশগ্রহণ করেছেন।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত শোক মজলিশে প্রধান বক্তা হিসেবে ইরানের বিশিষ্ট আলেম হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন কাজেম সিদ্দিকী উপস্থিতি ছিলেন। তিনি তার বক্তৃতায় পবিত্র কুরআনের আয়াতের ব্যাখ্যা দিয়ে আলোচনা করেছেন। বিশেষ করে আয়াতে মাওয়াদ্দাতের উপর বিস্তারিত আলোচনা করেছেন। হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন কাজেম সিদ্দিকী তার বক্তৃতার এক প্রান্তে বলেন: হযরত ফাতেমা জাহরা (সা. আ.) বেলায়েতকে [ইমামত] রক্ষা করার জন্য শাহাদাত বরণ করেছেন। আর এই মহান মকতব থেকে শিক্ষা অর্জন করেছেন জেনারেল কাসেম সোলাইমানি।

তিনি আরও বলেন: কাসেম সোলাইমানি ছিলেন ধর্মীয় শাসকদের জন্য আশীর্বাদ। আর এই কারণেই ইসলামের শত্রুরা তাকে শহীদ করেছে।

এছাড়াও এই শোক মজলিশে সিদ্দিকা কুবরা (সা. আ.)এর মুসিবতের আলোকে নওহা পরিবেশন করেন জনাব মাহদী রাসুলী।

 

উল্লেখ্য যে, আজ থেকে টানা তিন দিন তেহরানাস্থ ইমাম খোমেনী (রহ.) নামক হুসাইনিয়াতে বেহেস্তের নারীদের সর্দার হযরত ফাতেমা যাহরা (সা. আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক মজলিশ অনুষ্ঠিত হবে। এসকল শোকানুষ্ঠানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ী উপস্থিত থাকবেন বলে জানা গেছে। iqna

প্রকাশিত: 2
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
Ekramul hoq
1
0
শাহাদতের বর্ণনা জানার আগ্রহ। যা এড়িয়ে যাওয়া হয়েছে এবং অনেকেই আমার মত জানেন না।
ali
0
0
এ বিষয়ে বেশ কিছু গ্রহণযোগ্য বই রয়েছে। আপনি সেগুলো সংগ্রহ করে উপকৃত হবে পারেন। ঢাকাস্থ ইরানি কালচারাল সেন্টার থেকে বইগুলো সংগ্রহ করতে পারবেন।
captcha