IQNA

ইরানের বিরুদ্ধে আমেরিকার সব ব্যবস্থা ব্যর্থ হয়েছে: রুহানি

19:59 - July 14, 2019
1
সংবাদ: 2608897
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশের বিরুদ্ধে আমেরিকা যত পদক্ষেপ নিয়েছে তার সবই ব্যর্থ হয়েছে। উত্তর খোরাসান প্রদেশের শিরভান শহরে আজ (রোববার) এক বিশাল জনসমাবেশে দেয়া বক্তৃতায় তিনি একথা বলেছেন।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: প্রেসিডেন্ট রুহানি বলেন, “ইরানের বিরুদ্ধে ১৪ মাস আগে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি ও সামরিক শক্তি কঠোরতম নিষেধাজ্ঞা দিয়েছে যে নিষেধাজ্ঞা অন্য কোনো দেশের বিরুদ্ধে আরোপ করা হয় নি। কিন্তু ইরানের সচেতন ও প্রতিরোধকামী বীর জনগণ তা ব্যর্থ করে দিয়েছে। আমেরিকা যে পথ গ্রহণ করেছে তা হোক সামাজিক, রাজনৈতিক অথবা আইনী ব্যবস্থা- তার সবই ব্যর্থ হয়েছে।”ডেন্ট ডোনাল্ড ট্রাম্প

জাতিসংঘ ও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র সাম্প্রতিক বৈঠকের কথা উল্লেখ করেন ড. রুহানি যেখানে আমেরিকা ইরান-বিরোধী এজেণ্ডা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়।

গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন। এরপর ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করার নামে তেহরানের ওপর বিশেষ করে ইরানের জ্বালানি খাত লক্ষ্য করে কঠোরতম নিষেধাজ্ঞা আরোপ করেন। পরমাণু সমঝোতার অন্য পক্ষগুলো সমঝোতা বাঁচিয়ে রাখার জন্য এখন আলোচনা করছে।   iqna

 

 

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
rycnvxnp
0
0
20
captcha