IQNA

পুনর্নির্মাণ করা হচ্ছে বাগদাদের প্রাচীনতম গির্জা

23:00 - December 09, 2018
সংবাদ: 2607494
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকি বেসরকারি ব্যাংক ইউনিয়ন জানিয়েছে: বাগদাদের ঐতিহাসিক গির্জা "মারিয়াম আল-আজরা"র পুনর্নির্মাণ করা শুরু হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ইরাকের বেসরকারি ব্যাংক ইউনিয়নের চেয়ারম্যান ওদিয় হানজাল এব্যাপারে বলেন: ইরাক কেন্দ্রীয় ব্যাংক এবং বেসরকারি ব্যাংক ইউনিয়ন সিদ্ধান্ত নিয়েছে সামাজিক সেবার জন্য বিভিন্ন কার্যক্রম করবে। এই কার্যক্রমের মধ্যে বাগদাদের ঐতিহাসিক গির্জা "মারিয়াম আল-আজরা"র পুনর্নির্মাণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে বাগদাদের আল-মেইদান এলাকার "মারিয়াম আল-আজরা" গির্জার কাজ পুনর্নির্মাণ করা শুরু হয়েছে।
তিনি বলেন: এই ঐতিহাসিক গির্জাটি ১৬৯৩ সালে নির্মিত হয়েছে। ৩২৬ বছর অতিবাহিত হওয়া পর এই ভবনের মূল গঠন ধসে পরছে। গ্লোবাল আর্কিটেকচারের নীতির উপর ভিত্তি করে এর পুনর্গঠন আমাদের মানবিক এবং নৈতিক কর্তব্য।
ওদিয় হানজাল আরও বলেন: বর্তমানের গির্জার পুনর্নির্মাণের কাজ ২৪ ঘণ্টা ধরে চলছে। গির্জাটি চলতি মাসের শেষের দিকে ইরাকী সমাজের বিভিন্ন শ্রেণীর প্রতিনিধিদের উপস্থিতিতে উদ্বোধন করা হবে।
iqna

 

captcha