IQNA

"ভারত ও ইরানের শিল্প ও স্থাপত্যের ঐতিহ্য" শীর্ষক সেমিনারের সমাপনি অনুষ্ঠান

23:52 - December 08, 2018
সংবাদ: 2607488
আন্তর্জাতিক ডেস্ক: "ভারত ও ইরানের শিল্প ও স্থাপত্যের ঐতিহ্য" শীর্ষক সেমিনার টান তিন দিন অব্যাহত থাকার পর গতরাতে সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ভারতে গতরাতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে উক্ত সেমিনারের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। "ভারত ও ইরানের শিল্প ও স্থাপত্যের ঐতিহ্য" শীর্ষক সেমিনারটি ৫ম ডিসেম্বর শুর হয়েছে এবং ৭ম ডিসেম্বর পর্যন্ত অব্যাহত ছিল। সেমিনারের সমাপনী অনুষ্ঠানে ভারতের সংস্কৃতি উপমন্ত্রী অরুন গুয়েল, ভারতে ইরানী রাষ্ট্রদূত আলী চেগানী, ভারতে ইরানী সাংস্কৃতিক উপদেষ্টা আলী দেহগাহী, ভারতের সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান নাসের রেজা এবং ইন্দিরা গান্ধী জাতীয় শিল্প কেন্দ্রের পরিচালক রমেশ গুয়েরে উপস্থিত ছিলেন।
ভারতের ইসলামিক ন্যাশনাল ইউনিভার্সিটির আনসারি মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সেমিনারে মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের আর্ট হিস্ট্রি প্রফেসর ক্যাথরিন আশের এবং টারবিয়া মোডারেস ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের অধ্যাপক রেজা পুর জাফর উপস্থিত ছিলেন।
"ভারত ও ইরানের শিল্প ও স্থাপত্যের ঐতিহ্য" শীর্ষক সেমিনারটি ইসলামিক ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া, নয়া দিল্লীতে অবস্থিত ইরানী কালচারাল সেন্টার, ভারতের ঐতিহাসিক গবেষণা কাউন্সিল এবং ইন্দিরা গান্ধী জাতীয় শিল্প কেন্দ্রের পারস্পারিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও আমেরিকা, ইরান ও ভারতসহ বিশ্বের অন্যান্য দেশের গবেষকগণ উপস্থিত ছিলেন।
iqna

captcha