IQNA

মারমারা বিশ্ববিদ্যালয়ে ব্রেইল বর্ণমালার ডিজিটাল কুরআন বিতরণ

20:41 - December 07, 2018
সংবাদ: 2607479
আন্তর্জাতিক ডেস্ক: ইস্তাম্বুলের মারমারা বিশ্ববিদ্যালয়ে দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে ব্রেইল বর্ণমালায় লিখিত পবিত্র কুরআনের "বাসিরাত" নামের ডিজিটাল পাণ্ডুলিপি বিতরণ করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: কাতার চ্যারিটি ফাউন্ডেশন ব্রেইল বর্ণমালার লিখিত পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রকাশ এবং দৃষ্টি প্রতিবন্ধীদের সেবার জন্য পাণ্ডুলিপিসমূহ বিশ্বের বিভিন্ন দেশে বিতরণ করেছে।
এই ফাউন্ডেশন ব্রেইল বর্ণমালায় লিখিত পাণ্ডুলিপি ছাড়াও বাসিরাত নামের ডিজিটাল পাণ্ডুলিপিও প্রকাশ করেছে। ৫ম ডিসেম্বর ইস্তাম্বুলের মারমারা বিশ্ববিদ্যালয়ে দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে এসকল পাণ্ডুলিপি বিতরণ করা হয়েছে।
পবিত্র কুরআনের এসকল পাণ্ডুলিপি দৃষ্টি প্রতিবন্ধীদের কুরআন শিক্ষা সহজতর করার জন্য প্রকাশ করা হয়েছে। কাতার চ্যারিটি ফাউন্ডেশন, তুরস্কের পারিবারিক বিষয়ক মন্ত্রণালয়, তুর্কি সামাজিক নীতি মন্ত্রণালয় এবং ইস্তাম্বুলের মারমারা বিশ্ববিদ্যালয়ের পারস্পারিক সহযোগিতায় এই পাণ্ডুলিপি প্রকাশ করা হয়েছে।
"বাসিরাত" নামক ব্রেইল বর্ণমালায় লিখিত পবিত্র কুরআনের ডিজিটাল পাণ্ডুলিপিসমূহ ইস্তাম্বুলের মুফতি "কামাল ইয়িলমজ", ইস্তাম্বুলের পারিবারিক বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা "খালেস কুরালায়" এবং কাতার চ্যারিটি ফাউন্ডেশনের কর্মকর্তাদের উপস্থিতিতে মারমারা বিশ্ববিদ্যালয়ে দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে বিতরণ করা হয়েছে।
কুরআন বিতরণ অনুষ্ঠানে মুফতি "কামাল ইয়িলমজ" তার বক্তৃতায় সূরা হজের ৪৬ নম্বর আয়াতের উপর দৃষ্টিপাত করে বক্তৃতা পেশ করেন।


«فَإِنَّهَا لَا تَعْمَى الْأَبْصَارُ وَلَكِنْ تَعْمَى الْقُلُوبُ الَّتِي فِي الصُّدُورِ»


প্রকৃতপক্ষে তাদের চক্ষুদ্বয় দৃষ্টিহীন নয় বরং তাদের বুকের মধ্যে যে হৃদয় রয়েছে তা দৃষ্টিহীন হয়েছে।
ইস্তাম্বুলের পারিবারিক বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা "খালেস কুরালায়" বলেন: পবিত্র কুরআনের বাসিরাত পাণ্ডুলিপি ব্রেইল বর্ণমালায় লেখা হয়েছে। ৬ খণ্ডের এই পাণ্ডুলিপির ওপর ১৫ কিলোগ্রাম। এই পাণ্ডুলিপির বিশেষ গুন রয়েছে। দৃষ্টি প্রতিবন্ধীরা এই পাণ্ডুলিপি ব্যবহার করতে পারবে। এছাড়াও এই পাণ্ডুলিপির যে কোন স্থানে ডিজিটাল কলম স্পর্শ করলেই সেখান থেকে তিলাওয়াত শুরু হবে। বিশ্বের বেশ কয়েকজন বিশিষ্ট ক্বারির তিলাওয়াত এই ডিজিটাল কলমে রয়েছে।
উল্লেখ্য, পবিত্র কুরআনের বাসিরাত ডিজিটাল পাণ্ডুলিপিতে ব্রেইল বর্ণমালায় লিখিত সূরার সূচী রয়েছে। এই পাণ্ডুলিপির মাধ্যমে একজন দৃষ্টি প্রতিবন্ধী অতি সহজেই কুরআন তিলাওয়াত এবং হেফজ করতে পারবেন।
iqna

 

captcha