IQNA

মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে;

ভারতে "রহমতের বসন্ত, ঐক্যের বার্তা" শীর্ষক সেমিনার + ছবি

22:37 - December 04, 2018
সংবাদ: 2607439
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের লাখনউ শহরে মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে "রহমতের বসন্ত, ঐক্যের বার্তা" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

ভারতে বার্তা সংস্থা ইকনা: উক্ত শীর্ষক সেমিনারটি ২য় ডিসেম্বর লাখনউ শহরে মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে বেশ কয়েকটি সাংস্কৃতিক ও এলমী ইন্সটিটিউটের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়েছে। "রহমতের বসন্ত, ঐক্যের বার্তা" সেমিনার ভারতে ওলীয়ে ফাক্বির প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম মাহদী মাহদাভীপুর, লাখনউ শহরের দারুল উলুম নাদভাতুল ওলামার প্রধান সাইদুর রহমান আজামী এবং ভারতের ওলামা পরিষদের প্রধান কালব জাওয়াদসহ বেশ কয়েক জন ধর্মীয় ও বিজ্ঞ ব্যক্তিত্বমণ্ডলী উপস্থিত ছিলেন।
সেমিনারের বক্তাগণ শত্রুদের প্রতারণাসমূহ সনাক্ত করন এবং মুসলিম উম্মতের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য শত্রুদের অপপ্রচারণার ব্যাপারে গুরুত্বারোপ করেছেন।
হুজ্জাতুল ইসলাম মাহদী মাহদাভীপুর বলেন: এই দুনিয়ার সকল মানুষের জন্য হযরত মুহাম্মাদ (সা.) শান্তি ও রহমতের বার্তা নিয়ে এসেছেন। সুতরাং, সকল মুসলমানদের চেষ্টা করতে হবে হযরত মুহাম্মাদ (সা.)এর সততা, সত্যবাদিতা, উত্তম চরিত্রতা ও দয়ার্দ্রতাকে আমাদের আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে।
উক্ত শীর্ষক সেমিনারে ভারতের বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব বিশেষ করে সায়িদুর রহমান, মানজার সাদিক, হুসাইন বাকেরী, ইউসুফ হুসাইন নাদাভী এবং রেজা হুসাইন উপস্থিত ছিলেন।
iqna

ভারতে "রহমতের বসন্ত, ঐক্যের বার্তা" শীর্ষক সেমিনার ভারতে "রহমতের বসন্ত, ঐক্যের বার্তা" শীর্ষক সেমিনার ভারতে "রহমতের বসন্ত, ঐক্যের বার্তা" শীর্ষক সেমিনার ভারতে "রহমতের বসন্ত, ঐক্যের বার্তা" শীর্ষক সেমিনার
captcha