IQNA

হাসান নাসরুল্লাহ

তাকফিরি গোষ্ঠীকে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে প্রবেশ করিয়েছে

23:56 - September 20, 2018
সংবাদ: 2606762
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ’র মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন: এই অঞ্চলে তাকফিরি গোষ্ঠীকে যুক্তরাষ্ট্র প্রবেশ করিয়েছে

সিরিয়ায় আর ইসরাইলি হামলা সহ্য করা যায় না: হিজবুল্লাহ
বার্তা সংস্থা ইকনা: হিজবুল্লাহ’র মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সিরিয়ায় ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন আর সহ্য করা যায় না এবং এর অবসান ঘটাতে হবে।

তিনি বুধবার রাতে শোকাবহ আশুরার পূর্বরাত উপলক্ষে এক ভাষণে এ সতর্কবাণী উচ্চারণ করেন। সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, প্রতিরোধ অক্ষকে সিরিয়ায় উপর্যপুরি ইসরাইলি হামলা বন্ধের উপায় খুঁজে বের করতে হবে।

তিনি আরো বলেন, আমেরিকা, সৌদি আরব ও ইসরাইলের সিরিয়া বিষয়ক পরিকল্পনা ব্যর্থ হয়ে যাওয়ার সঙ্গে দেশটিতে ইহুদিবাদী হামলা জোরদারের সম্পর্ক রয়েছে। সিরিয়া যাতে ক্ষেপণাস্ত্র শক্তি অর্জন করতে না পারে সে লক্ষ্যে তেল আবিব চেষ্টা চালাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ

সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ যতদিন চাইবেন ততদিন দেশটিতে হিজবুল্লাহর যোদ্ধারা অবস্থান করবেন।

হিজবুল্লাহ যোদ্ধারা দামেস্ক সরকারের অনুরোধে সাড়া দিয়ে সিরিয়া থেকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ নির্মূলের অভিযানে অংশগ্রহণ করেন। সিরিয়ার বেশিরভাগ এলাকা থেকে দায়েশ উৎখাত হয়ে গেলেও কোনো কোনো এলাকায় মার্কিন সেনাদের বিমান সহায়তা নিয়ে এই গোষ্ঠীর জঙ্গিরা এখনো টিকে আছে বলে হিজবুল্লাহ মহাসচিব অভিযোগ করেন।

iqna

captcha