IQNA

হিজাব খুলতে বলায় পুলিশের বিরুদ্ধে মামলা

23:50 - March 18, 2018
সংবাদ: 2605293
আন্তর্জাতিক ডেস্ক: হিজাব খুলে নেয়ার অভিযোগে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন যুক্তরাষ্ট্রের দুই মুসলিম নারী। মামলা দায়ের করা ওই দুই নারী ২০১৭ সালে পৃথক দুটি অভিযোগে গ্রেপ্তার হন। কুইন্সভিত্তিক একটি এনজিও প্রতিষ্ঠানের অধীন একটি অ্যাডভোকেসি গ্রুপের সহায়তায় তারা এ মামলাটি করেন।

 
বার্তা সংস্থা ইকনা: মামলা দায়ের করা দুই নারীর একজন জামিলা ক্লার্ক এবং অন্যজন আরওয়া আজিজ।

এ নিয়ে জামিলা ক্লার্ক বলেন, হিজাব না খুললে তাকে বিচারের মুখোমুখি করার হুমকি দিয়েছিল নিউইয়র্ক পুলিশ।

আর আরওয়া আজিজ বলেন, জনসম্মুখে হিজাব খুলে নেওয়াটা আমার জন্য খুবই আত্মমর্যাদাহানিকর ছিল। তারা চায় যুক্তরাষ্ট্রে কোনো মুসলিম নারীকে জনসম্মুখে হিজাব খোলার রীতিতে প্রশাসন পরিবর্তন আনুক।

মামলাটিতে মুসলিম নারীদের এভাবে জনসম্মুখে হিজাব খুলে ফেলার এ নিয়মের প্রতি নিষেধাজ্ঞা জারি করার এবং এ ঘটনার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ প্রদানের আবেদন জানানো হয়েছে।

দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমগুলো তাদের প্রতিবেদনে জানিয়েছে, নিউইয়র্ক সিটির আইন বিভাগের একজন মূখপাত্র বলেছেন, মামলাটি বর্তমানে পর্যালোচনাধীন রয়েছে। তবে তারা আত্মবিশ্বাসী যে, মামলাটির রায় মুসলিম দুই নারীর পক্ষে যাবে না। কারণ, এ নিয়মটি যুক্তরাষ্ট্রের সাংবিধানিক সাম্যতার অধিকারের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালে আরওয়া আজিজকে ব্রুকলিনে গ্রেপ্তার করা হয়। জেলের মধ্যে তাকে হিজাব খুলতে বলা হয়। যাতে কান ও চুল স্পষ্ট দেখা যায়। এ ঘটনায় জেলের মধ্যে আজিজ কান্নায় ভেঙে পড়েন। দ্য গার্ডিয়ান

captcha