IQNA

পবিত্র কুরআনে ইয়াওমুল ওয়াকতিল মালুম বলতে কি বোঝানো হয়েছে?

1:55 - April 05, 2017
2
সংবাদ: 2602855
ইয়াওমুল ওয়াকতিল মালুম («فَإِنَّكَ مِنَ الْمُنْظَرينَ إِلى يَوْمِ الْوَقْتِ الْمَعْلُومِ؛) অর্থাৎ নির্ধারিত দিনই কি ইমাম মাহদীর(আ.) আবির্ভাবের দিন? শয়তান কি ইমাম মাহদীর(আ.) হাতে নিহত হবে? শয়তানের মৃত্যুর মাধ্যমেই কি ন্যায়-নীতি প্রতিষ্ঠা হবে এবং সকল জুলুম অত্যাচার নিপাত যাবে, নাকি রাসূল(সা.) এবং সকল ইমামগণের রাজয়াতের পর শয়তান ধ্বংস হবে?
পবিত্র কুরআনে ইয়াওমুল ওয়াকতিল মালুম বলতে কি বোঝানো হয়েছে?

বার্তা সংস্থা ইকনা: তাফসীরে আইয়াশিতে ইমাম জাফর সাদিক(আ.) থেকে বর্ণিত হয়েছে যে, ইমামের কাছে প্রশ্ন করা হল, আল ইয়াওমিল ওয়াকতিল মালুম («فَإِنَّكَ مِنَ الْمُنْظَرينَ إِلى يَوْمِ الْوَقْتِ الْمَعْلُومِ؛)বলতে কি বোঝানো হয়েছে? ইমাম বললেন, তোমরা কি রোজ কিয়ামতের কথা মনে করছ? কিন্তু তা নয়। তা সেই দিন যেদিন আল্লাহ তার (ইমাম মাহদীর) আত্মপ্রকাশের অনুমতি দিবেন।

ইমাম মাহদী(আ.) কুফার মসজিদে বসে থাকবেন এবং শয়তান তার সামনে হাটুগেড়ে মাথা নিচু করে বসবে তখন ইমাম মাহদী(আ.)তার চুলধরে টেনে উঁচু করে হত্যা করবেন।

হাদিসটি তাফসীরে আইয়াশি, তাবারীর দালয়ায়েলুল ইমামাহ এবং বিহারুল আনওয়ারের দুই স্থানে বর্ণিত হয়েছে।

শেখ সাদুক মায়ানিউল আখবার গ্রন্থ থেকে বর্ণনা করেছেন। হযরত আব্দুল আযীম হাসানী ইমাম আলী নাকী আল হাদি(আ.) থেকে বর্ণনা করেছেন: ইমাম মাহদীর(আ.) সময়ে শয়তানকে পাথর মেরে হত্যা করা হবে। অবশ্য আবির্ভাবের পূর্বেও শয়তানকে লানতের মাধ্যমে জখম করা হয়েছে। এই হাদিসটি সূরা সাদের ৭০নং আয়াতের তাফসীরেও বর্ণিত হয়েছে।

ইমাম রেজা(আ.) বলছেনে: ইয়াওমুল ওয়াকতিল মালূম অর্থাৎ ইমাম মাহদীর(আ.) আবির্ভাব পর্যন্ত তাকিয়া করবে। প্রশ্ন করা হল মাহদী কে? ইমাম বললেন: আমার চতুর্থ বংশধর। তার সময়ে আর কোন অন্যায় বা জুলুম থাকবে না এবং পৃথিবী সকল অন্যায় থেকে পাক-পবিত্র হয়ে যাবে।

হাদিসটি কামালুদ্দনি, আলামুল ওয়ারা, কেফায়াতুল আছার, গায়াতুল মারাম -বাহরানী এবং মুন্তাখাবুল আছারে বর্ণিত হয়েছে। সূত্র: shabestan

প্রকাশিত: 2
পর্যালোচনা করা হচ্ছে: 1
প্রকাশযোগ্য নয়: 0
আবুজাফর মোঃ ছালেহ
0
0
আমার কাছে এটাই যুক্তিযুক্ত বলে মনে হয়। আমি "সোলাইমান আঃ" ফিল্মেও এই বক্তব্য দেখেছি!!!!!
Carley
0
0
No quteison this is the place to get this info, thanks y'all.
captcha